E-newsletter: September 2015 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১বিড়ি কোম্পানির মৃত্যুবিপনণ- ১টা খেলে ৭টা ফ্রি!
আইন লঙ্ঘন করে গত (১২.০৯.১৫) তারিখে এভাবেই মানিকগঞ্জ জেলার আরিচা রূপসাপাড়া এলাকায় আবুল বিড়ি কোম্পানির মাঠকর্মীদের ভোক্তা সংগ্রহ করতে দেখা গেছে। বাড়ি বা কর্মস্থলে গিয়ে তারা ভোক্তাদের প্রথমে ১টি বিড়ি সেবন করিয়ে পরে আরো ৭টি বিড়ি উপহার হিসেবে দিচ্ছে এবং ভোক্তার নাম ঠিকানা লিখে নিচ্ছে। এভাবে বিনামূল্যে বিড়ি পেয়ে সহজ-সরল শ্রমজীবি মানুষ বেশি বেশি বিড়ি সেবনে উৎসাহিত হচ্ছে। আইন অনুযায়ী এধরনের কাজের জন্য অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় এবং দ্বিতীয়বার বা পুনঃ পুণঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দিগুণ হারে দণ্ডনীয় করার বিধান আছে। আইন বাস্তবায়নের মাধ্যমে এধরনের প্রচার-প্রচারণা এখনি বন্ধ করতে হবে। |
||||