E-newsletter: January 2016 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১বরেন্দ্র সেচ প্রকল্পের পানি তামাক ক্ষেতে, ভর্তুকির টাকা তামাক কোম্পানির পকেটে
তামাক কোম্পানি অবৈধভাবে সরকারি বরেন্দ্র সেচ প্রকল্পের পানি তামাক চাষে ব্যবহার করছে । সম্প্রতি লালমনিরহাট জেলার সদর উপজেলার হারাটি ইউনিয়নে বরেন্দ্র সেচ প্রকল্পের পানি ব্যবহার করে তামাক চাষ করার নজির মিলেছে। এই ইউনিয়নের একটি ডিপটিউবয়েলের আওতাধীন ৫০ একর জমির সবটুকুতেই তামাক চাষ হচ্ছে। যদিও এই সেচ প্রকল্পের মাধ্যমে শুধু ইরি ও বোরো আবাদে সেচ দেওয়ার কথা, কিন্তু তামাক কোম্পানিগুলোর যোগসাজশে গভীর নলকূপের ইজারাদার তামাকের ক্ষেতে এই ভর্তুকি মূল্যের পানি সরবরাহ করছে। তামাক কোম্পানিগুলো কৃষকের নামে সেচের অর্থ পরিশোধ করে দিচ্ছে। এক একর জমি সেচ দিতে বরেন্দ্র প্রকল্পের আওতায় খরচ হয় সর্বোচ্চ ২৫০ টাকা, যেখানে ব্যক্তিগত মালিকানায় সেচ দিতে একর প্রতি খরচ হয় প্রায় ১৫০০ টাকা। সুতরাং এই একটি প্রকল্প থেকেই সরকারের ভর্তুকির অর্ধ লক্ষাধিক টাকা চলে যাচ্ছে তামাক কোম্পানির পকেটে। অবিলম্বে তামাক কোম্পানির এই আগ্রাসী কর্মকা- বন্ধ করতে হবে। |
||||