Sun Sun Sun Sun
E-newsletter: September 2016
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

আইন ভেঙ্গে চলছে `উইনস্টোন’ সিগারেটের প্রচারণা

তামাক নিয়ন্ত্রণ আইনকে উপেক্ষা করে জাপান টোব্যাকো `উইনস্টোন’ ব্রান্ড এর প্যাকেট সজ্জিত সিগারেটের ডালা বিক্রেতাদের বিনামূল্যে বিতরণ করছে। কোম্পানির কর্মীরা সিগারেটের প্যাকেট দিয়ে বোর্ড সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। সিগারেটের ব্রান্ড কালারের আদলে তৈরি এসব সুসজ্জিত বাক্স দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে আগ্রাসী প্রচারণা চালাচ্ছে জাপান টোব্যাকো যা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান আছে। এভাবে আইন লঙ্ঘন করে বিক্রয়স্থলে বিজ্ঞাপন অব্যাহত থাকলে সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যর্থ হবে।