E-newsletter: October 2016 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১মৃত্যুবিপণনকারী বিএটিবিকে আবারো পুরস্কৃত করলো আইসিএমএবি
উৎপাদন খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ কর্পোরেট কালচার প্রতিষ্ঠার জন্য আবারো মৃত্যুবিপণনকারী বিএটিবিকে পুরস্কৃত করলো আইসিএমএবি। তামাক উৎপাদনকারী যেকোনো প্রতিষ্ঠানকে সরকারিভাবে এ ধরনের পুরস্কার প্রদান মৃত্যুবিপণনকে উৎসাহিত করে, যা কোনোভাবেই আমাদের কাম্য নয়। একদিকে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং বর্ধিত করারোপের মাধ্যমে তামাকজনিত ক্ষয়-ক্ষতি তথা মৃত্যুরোধের চেষ্টা করছে। অন্যদিকে তামাক কোম্পানিগুলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে পুরস্কৃত করে কার্যত সরকারিভাবে মৃত্যুবিপণনকে উৎসাহিত করছে, যা সরকারের দ্বৈতনীতির পরিচয় বহন করে। জনস্বাস্থ্য সবার উপরে এবং তা সুরক্ষার দায়িত্ব¡ রাষ্ট্রের। সুতরাং জনস্বার্থে এধরনের কার্যক্রম বন্ধ করা হোক। |
||||