Sun Sun Sun Sun
E-newsletter: January 2017
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

তামাকচাষে কৃষি মন্ত্রণালয়ের ব্যপক প্রণোদনা, প্রধানমন্ত্রী চান তামাকমুক্তবাংলাদেশ!

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্য অর্জনের অংশ হিসেবে তামাকের চাষ নিয়ন্ত্রণে একটি খসড়া নীতিমালাপ্রণয়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যার অন্যতম বাস্তবায়নকারী সংস্থা কৃষি মন্ত্রণালয়। অথচ খোদ কৃষি মন্ত্রণালয়ই তামাকের উপর বিদ্যমান ১০ শতাংশ রপ্তানি শুল্ক হ্রাসের পক্ষেএকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নিকট প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। ১৩ মার্চ ২০১৬ তারিখে কৃষি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি মূল্য উপদেষ্টা কমিটির২০১৫-১৬ অর্থ বছরে তামাক ফসলের সর্বনিম্ন মূল্য নির্ধারণী সভায় তামাক কোম্পানিসমূহের প্রতিনিধিবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় তামাকেরসর্বনিম্ন দর নির্ধারণ বিষয়ে আলোচনার কথা থাকলেও তামাক রপ্তানি বৃদ্ধির উপায়, তামাকের উৎপাদন, তামাক চাষিদের প্রশিক্ষণ, তামাক ব্যবসায় নিয়োজিত কোম্পানিরসহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় ইত্যদি বিষয়েও আলোচনা হয়। সভায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ঢাকা টোব্যাকোসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার প্রতিনিধিবৃন্দউপস্থিত ছিলেন। তামাকবিরোধীদের মতে, প্রধানমন্ত্রীর নির্দেশনার বিপরীতে কৃষি মন্ত্রণালয়ের এধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত এবং সরকারের দ্বৈত নীতিরই বহিঃপ্রকাশ । এরফলেদেশে তামাকের আবাদ বৃদ্ধি পাবে, বাড়বে খাদ্য নিরাপত্তাজনিত ঝুঁকি, বিপন্ন হবে পরিবেশ ও প্রতিবেশ। উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরের বাজেটে কৃষি জমিতে তামাক চাষনিরুৎসাহিত করতে তামাক রপ্তানির ওপর ১০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়। ২০১১-১২ অর্থবছরে কৃষি মন্ত্রীর হস্তক্ষেপে রপ্তানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়।পরবর্তীতে ২০১২-১৩ অর্থবছর থেকে এই শুল্কহার আবার ১০ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।

এছাড়া উক্ত সভায় তামাকের সর্বনিম্ন মূল্য তালিকা সম্বলিত ২০ হাজার লিফলেট কোম্পানিগুলোর আর্থিক সহায়তায় চাষি পর্যায়ে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর অঞ্চলেতামাক ক্রয়-বিক্রয় হয় এমন ২০টি খোলা বাজারে মূল্য তালিকা সম্বলিত ৪০টি ফেস্টুন রংপুর তামাক ব্যবসায়ী সমিতির নিজস্ব অর্থে লাগানোর সিদ্ধান্ত হয়। প্রকৃতপক্ষে, এসবকর্মকাণ্ডের ফলে চাষিরা তামাক চাষে আরও উৎসাহিত হবে। অন্যান্য কৃষি পণ্য যেমন, ধান এর দাম সরকার নির্ধারণ করে দেয় কিন্তু তা প্রচারের জন্য তেমন কোনো উদ্যোগমাঠ পর্যায়ে দেখা যায় না।

‘বাংলাদেশে তামাক চাষের প্রভাব’ শীর্ষক একটি গবেষণা সমাপ্ত হয়েছে মর্মে সভার কার্যবিবরণীতে জানা গেছে। গবেষণা প্রতিবেদনটি রিভিউ করে কমপ্লায়েন্স গাইডলাইনপ্রণয়নের জন্য গঠিত সাব-কমিটি ৩ মাসের মধ্যে মতামত প্রদান করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকৃতপক্ষে তামাক কোম্পানি উৎপাদন নিশ্চিত করার জন্য এ গবেষণা ওগাইডলাইন তৈরি করছে।

সভা থেকে তামাক চাষে জমি সম্প্রসারণ ব্যাতিরেকে উন্নত চাষ পদ্ধতি এবং উফসি জাত প্রবর্তনের মাধ্যমে তামাক উৎপাদন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানি সমূহকেনির্দেশনা প্রদান করা হয়। এর মাধ্যমে তামাক চাষের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের নমনীয়তাই প্রতীয়মান হয়। তামাকচাষে এধরনের সুবিধা ও প্রণোদনা প্রদান অব্যাহত থাকলে তামাকনিয়ন্ত্রণ সম্ভব হবেনা।