E-newsletter: March 2017 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১সচিত্র সতর্কবাণী নীচের ৫০ শতাংশে বহাল রাখতে তামাক কোম্পানির তথাকথিত গবেষণা!
সম্প্রতি সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর প্রভাব সংক্রান্ত একটি জরিপের ফলাফলে বলা হয়েছে, প্রায় ৯০ শতাংশ উত্তরদাতা মনে করেন সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বর্তমান পদ্ধতিতে প্যাকেটের নিচের অংশে মুদ্রণ ধূমপান কমানোর জন্য যথেষ্ট। যা তামাকবিরোধীদের দাবির সম্পূর্ণ বিপরীত। উল্লেখ্য, গত এক বছর ধরে আইন অনুযায়ী তামাকপণ্যের প্যাকেটের উপরের ৫০ শতাংশ জায়গা জুড়ে ছবি মুদ্রণের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তামাকবিরোধীরা। অন্যদিকে, প্যাকেটের নিচের অংশে ছবি মুদ্রণ অব্যাহত রাখতে এ বছরের শুরুতে ‘এ্যাশ বাংলাদেশ’ নামক একটি ভুঁইফোঁড় সংগঠনকে দিয়ে হাইকোর্টে রিট করিয়েছে তামাক কোম্পানিগুলো। রিটের পক্ষে যুক্তি তুলে ধরতে এবং নীতি-নির্ধারকদের বিভ্রান্ত করতে এখন নিজস্ব অর্থায়নে এই গবেষণা করেছে তারা। এধরনের গবেষণা ও এর তথ্য ব্যবহারে সতর্ক থাকা বাঞ্চনীয়। |
||||