Sun Sun Sun Sun
E-newsletter: April 2017
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

চোরাচালানকৃত সিগারেট প্রতিরোধ সপ্তাহ পালন, তামাক কোম্পানির ফাঁদে এনবিআর!

করারোপের মাধ্যমে সিগারেটের দাম বাড়ালে চোরাচালান বাড়বে এবং সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাবে। এই অসত্য প্রচারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘টার্গেটিং স্মাগলড সিগারেট’ প্রতিপাদ্যে ‘চোরাচালানকৃত সিগারেট প্রতিরোধ সপ্তাহ’ পালন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। উল্লেখ্য, তামাক কোম্পানিগুলো প্রতিবছর বাজেটের আগে এধরনের অপপ্রচার চালিয়ে করপ্রণেতা ও নীতিনির্ধারকদের বিভ্রান্ত করে থাকে। কৌশল হিসেবে তামাক কোম্পানিগুলো জাতীয় বাজেট প্রণয়নের কয়েকমাস আগ থেকে কৃত্রিম উপায়ে এধরনের চোরাচালানের ঘটনা বৃদ্ধি করে থাকে এবং এসকল খবর গণমাধ্যমে ফলাও করে প্রচার করে। প্রজ্ঞা মিডিয়া মনিটরিং ডাটা বিশ্লেষণ করে দেখে গেছে, প্রতি বছরই বাজেট তৈরির কয়েক মাস পূর্ব থেকে এ সংক্রান্ত খবরাখবর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যদিও বছরের অন্যান্য সময়ে এধরনের খবর তেমন চোখে পড়েনা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত চোরাচালানকৃত সিগারেট প্রতিরোধ সপ্তাহ পালন সংক্রান্ত একটি চিঠি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তামাকবিরোধীদের ধারণা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) একাজে অর্থায়ন করছে। বাংলাদেশে তামাকপণ্যের চোরাচালান খুবই সামান্য। যেহেতু চোরাচালান একটি দেশের দুর্বল সীমান্ত/বন্দর ব্যবস্থাপনা ইঙ্গিত করে সেহেতু তামাক কোম্পানির ফাঁদে পা দিয়ে এধরনের সপ্তাহ পালন জনমনে ভুল ধারণা ছড়িয়ে দিতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই উদ্যোগ বন্ধ করা হোক।