E-newsletter: July 2017 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিয়ে বিএটিবি’র শ্রমিক স্বার্থ বিরোধী সুবিধা আদায়
শ্রম মন্ত্রণালয়ধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বছর বছর অর্থ প্রদান এবং শ্রম সচিবকে ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে নিয়োগ প্রদানের মাধ্যমে বিএটিবি মূলত ব্যবসায়িক সুবিধা আদায় এবং কোম্পানির সুনাম প্রতিষ্ঠার কাজ করে থাকে। উল্লেখ্য গত ৬ বছরে (২০১২-১৭) শ্রম মন্ত্রণালয়কে মাত্র ৩০ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে বিএটিবি। কিন্তু গণমাধ্যমে সেগুলো এমনভাবে ফলাও করে প্রচার করা হয়েছে যেন বিএটিবির জন্মই হয়েছে শ্রমিক কল্যাণের জন্য, তামাক বিক্রির জন্য নয়। একইভাবে শ্রম-কল্যাণের নামে অনুদান নিয়ে বিএটিবি-কে শ্রম স্বার্থবিরোধী সুবিধা প্রদান করে যাচ্ছে শ্রম মন্ত্রণালয়। ২১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘জনস্বার্থে’ বিএটিবি-কে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১০০, ১০২, ১০৪, ১০৫ ও ১১৪ (১) এর বিধানের প্রয়োগ হতে শর্তসাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে। এবং এই অব্যাহতির সুবিধা নিয়ে কোম্পানিটি শ্রমিকদের দৈনিক শ্রমঘন্টা ৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা এবং সাপ্তাহিক ছুটি দেড় দিনের পরিবর্তে ১ দিন নির্ধারণ করেছে। মূলত শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানোর জন্যই এ অব্যাহতি তাই এক্ষেত্রে জনস্বার্থ কিভাবে জড়িত তা বোধোগম্য নয়। |
||||