Sun Sun Sun Sun
E-newsletter: September 2017
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

তরুণদের সুরক্ষায় “ব্যাটল অব মাইন্ড ২০১৭”বন্ধ করা হোক

কর্মসংস্থানের অজুহাতে প্রতিবছরের ন্যায় এবারেও “ব্যাটল অব মাইন্ড ২০১৭” আয়োজন শুরু করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা বিএটি’র ওয়েবসাইট লিংক http://bit.ly/2fzXwKw ব্যবহার করে আবেদন করতে পারবে। জানা গেছে, প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রথম রোড শো অনুষ্ঠিত হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই রোড শো করা হবে। পরবর্তী তিন-চার মাস আরো কয়েকটি ধাপ শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগতিা।

উল্লেখ্য, বিএটিবি ২০০৪ সাল থেকে মূলত ব্রান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই এই মৃত্যুবিপণন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় তামাক কোম্পানির নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করে এ ধরনের কোন প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আইনের এই ধারা লংঘন করলে অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ড বা অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা উভয় দন্ডের বিধান বলবৎ আছে। তরুণ প্রজন্মকে রক্ষায় বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর বেআইনি প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড ২০১৭’ বন্ধ করা হোক।