Sun Sun Sun Sun
E-newsletter: October 2017
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

বিএটিবি’র পৃষ্টপোষকতায় চলছে কনসার্ট

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমকালো আয়োজনে “BE HERE NOW” নামে রাজধানীসহ বিভিন্ন স্থানের নামিদামি ক্লাব/হোটেলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবি) এর পৃষ্টপোষকতায় চলছে কনসার্ট। BENSON & HEDGES সিগারেটের আদলে তৈরি ওয়েবসাইট (http://beherenow.com.bd) এবং ফেসবুক পেজের (www.facebook.com/BeHereNowBD) মাধ্যমে চলছে তাদের প্রমোশনাল ক্যাম্পেইন। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে বিএটিবি’র ডাটাবেজে থাকা ভোক্তাসহ তরুণদের আমন্ত্রণ জানানো হচ্ছে এসব কনসার্টে। এমনই একটি কনসার্ট হয়ে গেলো গত ৭ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এর বলরুমে। তারুণ্যের অদম্য উচ্ছ্বাস আর কৌতুহলকে কাজে লাগিয়ে কৌশলে বিএটিবি’র নির্দিষ্ট ব্রান্ড এর বিজ্ঞাপন প্রচারই অনুষ্ঠানটির আসল উদ্দেশ্য। উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় তামাক কোম্পানি কর্তৃক যে কোন অনুষ্ঠানের ব্যয়ভার বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আইনের এই ধারা লংঘন করলে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান বলবৎ আছে।

আইনের তোয়াক্কা না করে এভাবেই চলছে বহুজাতিক তামাক কোম্পানি বিএটিবি’র প্রচারণা। তামাকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে তামাক কোম্পানির এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে।