E-newsletter: January 2018 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১মৃত্যুবিপণনকারী বিএটিবি’র হাতে পুরস্কার তুলে দিলেন অর্থমন্ত্রী!
উৎপাদন খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ কর্পোরেট কালচার প্রতিষ্ঠার জন্য মৃত্যুবিপণনকারী প্রতিষ্ঠান বিএটিবিকে আবারো পুরস্কৃত করেছে আইসিএমএবি। মাননীয় অর্থমন্ত্রী বিএটিবি’র এমডির হাতে পুরস্কার তুলে দেন। তামাক উৎপাদনকারী যেকোনো প্রতিষ্ঠানকে সরকারিভাবে এ ধরনের পুরস্কার প্রদান মৃত্যুবিপণনকে উৎসাহিত করে, যা কোনোভাবেই আমাদের কাম্য নয়। একদিকে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং বর্ধিত করারোপের মাধ্যমে তামাকজনিত ক্ষয়-ক্ষতি তথা মৃত্যুরোধের চেষ্টা করছে। অন্যদিকে তামাক কোম্পানিগুলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে পুরস্কৃত করে কার্যত সরকারিভাবে মৃত্যুবিপণনকে উৎসাহিত করছে, যা সরকারের দ্বৈতনীতির পরিচয় বহন করে। উল্লেখ্য, গত ২ বছরে সরকারিভাবে বিএটিবিকে বিভিন্ন বিভাগে ৬ টি পুরস্কার প্রদান করা হয়েছে। জনস্বাস্থ্য সবার উপরে এবং তা সুরক্ষার দায়িত্ব¡ রাষ্ট্রের। সুতরাং জনস্বার্থে এধরনের কার্যক্রম বন্ধ করা হোক। |
||||