E-newsletter: October 2018 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১জর্দা-গুল ব্যবসায় রাজস্ব ফাঁকির কৌশল!
টানা চারবার দেশসেরা করদাতার পুরস্কার বিজয়ী জর্দা ব্যবসায়ী কাউস মিয়ার জর্দা কারখানার বিরুদ্ধেই রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুধু তাই নয়, আরও একাধিক ধোঁয়াবিহীন তামাকপণ্য (জর্দ ও গুল) উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড এই মূহুর্তে ৪২১টি ব্রাান্ডের জর্দা এবং ৩২টি ব্রান্ডের গুলের তালিকা নিয়ে কাজ করছে। বাংলাদেশ বিশ্বের প্রধান তামাক ব্যবহারকারী দেশগুলোর অন্যতম। ধোঁয়াবিহীন তামাকপণ্য ব্যবহারকারীর সংখ্যাও এখানে অনেক বেশি (২ কোটি ২০ লক্ষ, গ্যাটস ২০১৭)। সস্তা মূল্য এর অন্যতম কারণ। নিম্ন আয়ের দরিদ্র শ্রেণির মানুষ বিশেষত নারীদের মাঝে ধোঁয়াবিহীন তামাকপণ্য ব্যবহারের প্রবণতা বেশি। জর্দা-গুলের দাম দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর কর ফাঁকি দেয়ার কৌশল ব্যবহার করেছে। দুর্বল রাজস্ব আদায় ব্যবস্থাপনা ও ত্রুটিপূর্ণ করারোপ পদ্ধতি তাদের এই কৌশলকে সফল করতে সাহায্য করেছে। এনবিআর এর এই সময়োচিত পদক্ষেপ দেশের বিশাল জনগোষ্ঠীকে জর্দা-গুল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। |
||||