Sun Sun Sun Sun
E-newsletter: June 2020
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

বিএটিবির বন উজাড় এবং বনায়ন!

বনায়ন প্রকল্পের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাক-ঢোল পিটিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি কর্মকতাকে সমৃক্ত করা হয়েছে এই কর্মসূচিতে। গণমাধ্যম এবং ফেসবুকেও চলছে কর্মসূচির ব্যাপক প্রচার। অথচ তামাক উৎপাদনের কারণে বাংলাদেশে প্রতিবছর ৩০ শতাংশ বন উজাড় হয়ে যায়। তামাক প্রক্রিয়াজাতকরণে বছরে পোড়ানো হয় ২৯ লক্ষ ৩২ হাজার গাছ (দৈনিক প্রথম আলো, ৩১ মে ২০১১)। দেশের জনগণ এবং নীতিনির্ধারকদের কাছে নিজেদের এই কলুষিত ইমেজ আড়াল করার জন্যই বিএটিবি’র এত আয়োজন। এমনকি লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং অসুস্থতার জন্য দায়ি এই মৃত্যুবিপণনকারী কোম্পানিটি এখন তথাকথিত বনায়ন কর্মসূচির নামে নিজেদেরকে টেকসই উন্নয়ন অংশীদার মনে করছে। এফসিটিসির আলোকে আইন প্রণয়নের মাধ্যমে তামাক কোম্পানির এধরনের লোক দেখানো বনায়ন কর্মসূচি এবং নীতিনির্ধারকদের সাথে অপ্রয়োজনীয় যোগাযোগের সুযোগ বন্ধ করতে হবে।