E-newsletter: January 2021 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-১তামাক ব্যবসায়ীকে পুরস্কৃত করে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন!
একজন জর্দা ব্যবসায়িকে বারবার শীর্ষ করদাতার পুরস্কার দিয়ে প্রকারান্তরে তামাক ব্যবসাকেই উৎসাহিত করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথচ মাননীয় প্রধানমন্ত্রী তামাকের মারাত্মক স্বাস্থ্যক্ষতি উপলব্ধি করে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে এখনও ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন যাদের অধিকাংশই জর্দা-গুলজাতীয় ধোঁয়াবিহীন তামাকপণ্য ব্যবহার করেন। বিশেষত নারী এবং দরিদ্র জনগোষ্ঠির মধ্যে এসব পণ্য ব্যবহারের হার সবচেয়ে বেশি। কর প্রদান একটি আইনি বিষয় হলেও তামাক ব্যবসায়ী ও কোম্পানিগুলো এসব সুযোগ কাজে লাগিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে অপ্রয়োজনীয় যোগাযোগ তৈরি করে, যা পরবর্তীতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে দুর্বল করে দেয়। সুতরাং জনস্বার্থে তামাক কোম্পানি ও তামাক ব্যবসায়ীদের পুরস্কার বা সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান বন্ধ করতে হবে। |
||||