Sun Sun Sun Sun
E-newsletter: April 2022
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

২০২২-২৩ বাজেটকে প্রভাবিত করতে সিগারেটের নতুন ফন্ট্র গ্রুপ

সিগারেটের নিম্ন স্তরকে দুটি মূল্যস্তরে ভাগ অথবা নিম্ন স্তরের আন্তর্জাতিক ব্র্যান্ডের সিগারেট মধ্যম স্তরে উন্নীত করে নিম্নস্তরকে দেশিয় কোম্পানির জন্য সংরক্ষিত রাখার দাবিতে মাঠে নেমেছে লোকালি ওন্ড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি নামের নব্য গঠিত একটি ফ্রন্ট গ্রুপ। উল্লেখ্য, বর্তমানে সিগারেটে ৪ স্তর বিশিষ্ট জটিল অ্যাডভ্যালুরেম কর কাঠামো চালু থাকায় দাম বাড়ালে সিগারেট ছাড়ার পরিবর্তে সস্তা সিগারেট ব্যবহারের সুযোগ পায় ভোক্তা। কাজেই সিগারেটে মূল্যস্তরের সংখ্যা বৃদ্ধি বা দেশি/সস্তা সিগারেটের জন্য কোটা সংরক্ষণ এসবের যে কোন একটি পদক্ষেপ জনস্বাস্থ্যের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করবে, কর আহরণে জটিলতা বাড়াবে এবং সরকারের রাজস্ব আয় কমবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচিত হবে তামাক কোম্পানির এধরনের অযৌক্তিক দাবি অগ্রাহ্য করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সিগারেটের মূল্যস্তর সংখ্যা ৪টি থেকে কমিয়ে একক মূল্যস্তরের দিকে এগিয়ে যাওয়া, যা জনস্বাস্থ্য ও রাজস্ব উভয়ের জন্যই লাভজনক।