Sun Sun Sun Sun
E-newsletter: October 2024
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

বিভ্রান্তি ছড়াচ্ছে ভেপগ্রুপ

ভেপিং পণ্য নিষিদ্ধ না করার দাবিতে সম্প্রতি চট্টগ্রামে মানববন্ধন করেছে ভয়েস অব ভেপারস, বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বেন্ডস্টা) ও কনজুমার রাইটস অব সেলস অলটারনেটিভস (কোরসা)। মানববন্ধনে দাবি করা হয়েছে, ভেপিং ধূমপানের তুলনায় ৯৫ শতাংশ কম ক্ষতিকর এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড এবং সুইডেন জনস্বাস্থ্য নীতির অংশ হিসেবে এর ব্যবহারকে উৎসাহিত করছে, যা মোটেও সত্য নয়। উল্লেখ্য, ইতোমধ্যে পৃথিবীর ৩৪টি দেশ ভেপিং পণ্য নিষিদ্ধ করেছে। বাংলাদেশেরও উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে ই-সিগারেট ও ভেপিংজাতীয় পণ্য নিষিদ্ধের প্রস্তাব সম্বলিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন চূড়ান্ত করা।