Sun Sun Sun Sun
E-newsletter: November 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

সার কিনলে নিতে হবে ৩শত টাকার সিগারেট

লালমনিরহাটে সিগারেটের বিজ্ঞাপনে অভিনব কৌশল প্রয়োগ করছে তামাক কোম্পানি। তামাক চাষের জন্য ঋণ আকারে সার সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের বাধ্যতামূলকভাবে ৩শত টাকার সিগারেট নিতে হচ্ছে। কৃষকের দরিদ্রতার সুযোগ নিয়ে তাদের উপর এ অবৈধ আইন চাপিয়ে দিয়েছে তামাক কোম্পানি। তামাক চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে লালমনিরহাটের তামাক ক্রয় কোম্পানিগুলো প্রতি বছর কৃষকদের মাঝে নানান প্রলোভনে বিনামূল্যে বীজ, ঋণ হিসেবে সার ও কীটনাশক দিয়ে আসছে। কিন্তু এ বছর প্রতি দুই একর জমির ঋণের সার নিতে হলে সঙ্গে বাধ্যতামূলক কিনতে হচ্ছে ৩শত টাকার ২০ প্যাকেট ব্রাইটন সিগারেট। সিগারেট নিতে রাজি না হলে খালি হাতেই ফিরে আসতে হচ্ছে তাদের। এমনকি অনেক অধূমপায়ী কৃষকও সার পেতে বাধ্য হয়ে সিগারেট কিনছেন। এভাবেই তামাক উৎপাদনকারী ও বিপণনের মাধ্যম হিসেবে কৃষকদের ফাঁদে ফেলছে তামাক কোম্পানি