Sun Sun Sun Sun
E-newsletter: January 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

তামাক আগ্রাসনে নদীতীর, ঝুঁকিতে জলজসম্পদ

বান্দরবানে চাষযোগ্য জমির প্রায় ৮০ শতাংশই এখন তামাকের দখলে। নদীর দুপাশে সরকারি জমি দখল করেও চলছে তামাকচাষ। সবকিছু জেনেও নির্বিকার থাকছে স্থানীয় প্রশাসন। মাতামুহুরী নদীর পানির স্তর থেকে ৬০ ফুট দুর পর্যন্ত খাসজমিতে তামাক চাষ আইনত নিষিদ্ধ হলেও, তা মানা হচ্ছে না। কোম্পানির প্রলোভনে পড়ে কৃষকরা এসব খাসজমিতে তামাক চাষে ক্রমশ মরিয়া হয়ে উঠছে। এ কারণে বান্দরবানের পাহাড়ি নদ-নদী, প্রাকৃতিক পরিবেশ, বনভুমি ও জীববৈচিত্র্যের উপর তামাকচাষের ক্ষতিকর প্রভাব দিন দিন তীব্র হচ্ছে।