E-newsletter: April 2015 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-২বাজার দখলে মরিয়া জাপান টোব্যাকো
তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে সারা দেশে উইনষ্টন সিগারেট বাজারজাতকরণে মরিয়া হয়ে উঠেছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)। ক্রেতা আকর্ষণে বাজারে সরবরাহ করা হয়েছে উইনষ্টনের আদলে তৈরি সুসজ্জিত সিগারেট বাক্স। প্রণোদনা হিসেবে প্রতিটি খালি প্যাকেট জমার বিপরীতে বিক্রেতাকে দেওয়া হচ্ছে নগদ ২০ টাকা। ১০৬-১০৮ টাকায় সরবরাহ করা হচ্ছে ২০ শলাকার ১ প্যাকেট সিগারেট, যার খুচরা বাজার মূল্য ১২০ টাকা। অর্থাৎ ১ প্যাকেট সিগারেটে বিক্রেতা প্রায় ৩২-৩৪ টাকা লাভ পাচ্ছে, যা অন্য ব্রান্ডের (গোল্ডলিফ) তুলনায় প্রায় ৩ গুণ। জানা গেছে আগামীতে কোম্পানিটি নানাধরনের উপহার সামগ্রীসহ আরও বেশি বেশি নগদ অর্থ প্রদান করবে। উল্লেখ্য, আগ্রাসী এই মৃত্যুবিপণন চালাতেই গত মার্চ মাসে ঢাকা টোব্যাকো ও জেটিআই তথ্য আদান-প্রদান, গবেষণা এবং উন্নয়নের নামে একটি সমঝোতা স্বাক্ষর করেছিল। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির এ ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। |
||||