E-newsletter: May 2015 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-২WILLS KINGS বাজারজাতকরণে বিএটিবি’র কৌশলী প্রচারণা
সম্প্রতি আইন লঙ্ঘন করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তার নতুন ব্রান্ড WILLS KINGS বাজারজাতকরণে অভিনব প্রচার প্রচারণা চালাচ্ছে। ক্রেতা-বিক্রেতা আকৃষ্টকরণের নানা প্রচেষ্টাসহ ব্রান্ড প্রমোশনের জন্য সিগারেট ক্রেতার ডাটা কার্ড পূরণের মাধ্যমে মোবাইল নম্বর ও ঠিকানা সংগ্রহ করছে তারা। উপহার সামগ্রী পাঠানোসহ নানারকম প্রলুব্ধকরণ কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই কৌশল হাতে নিয়েছে কোম্পানিটি। এছাড়া লিফলেটের মাধ্যমে সিল্কি smooth স্বাদে WILLS KINGS,চার গুণ পরিশোধিত তামাক যা দেয় সিল্কি স্মুথ স্বাদ, ডিজাইনার ফয়েল ও আধুনিক প্রি-প্রিন্টেড টিপিং এবং অভিজাত এমবোস্ড প্যাক প্রভৃতি প্রলুব্ধকরণ কথা লিখে ক্রেতা আকর্ষণের কাজ চালিয়ে যাচ্ছে তারা। বিক্রেতাদের আকৃষ্ট করার জন্য ৬৫ টাকায় সরবারাহ করা হচ্ছে ২০ শলাকার ১ প্যাকেট সিগারেট, এর মাধ্যমে বিক্রেতারা প্রতিপ্যাকেট সিগারেটে ১৫ টাকা পরিমাণ লাভ করছে। অন্য ব্রান্ড বিক্রি করে এত লাভ সম্ভব নয়। লিফলেটে প্রচার করা হচ্ছে বেশি বেশি WILLS KINGS বিক্রি করুন, মুনাফা বাড়ান। আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিএটিবি এভাবেই তাদের পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাকপণ্যের এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে। |
||||