E-newsletter: October 2015 | ||||
জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top মৃত্যু বিপণন-১ Death Marketing-1 মৃত্যু বিপণন-২ Death Marketing-2 Death Marketing Around |
||||
মৃত্যু বিপণন-২বিএটিবি’র ইউটিউবে ব্যাটল অব মাইন্ড প্রমোশনের মাধ্যমে তামাক আইন লংঘন
বিএটিবি’র ”ব্যাটেল অব মাইন্ড ২০১৫” নামে পরিচিত প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে।গত বছরের ব্যাটেল অব মাইন্ড প্রতিযোগিতার সংক্ষিপ্ত ভিডিও ইউটিউবে আপলোড করেছে যা কিনা বর্তমান যুব সমাজের প্রতিযোগিদের অংশগ্রহন করতে আকৃষ্ট করবে।উল্লেখ্য,তামাক নিয়ন্ত্রন আইনের [৫.১(ঙ)] অনুযায়ী ইন্টানেটের মাধ্যমে এই ধরনের প্রচারনা সম্পূর্নভাবে নিষিদ্ধ এবং আইনের ধারা [৫.১(গ)] অনুয়ায়ী বিএটিবি এই ধরণের কোন প্রতিযোগিতা বা ব্যয়ভার বহন করতে পারে না। অতিবিলম্বে সন্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিএটিবি’র এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বন্ধ করা উচিত। https://www.youtube.com/watch?v=PbsITWbLpeo&feature=youtu.be
|
||||