Sun Sun Sun Sun
E-newsletter: November 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

আইন ভেঙ্গে ফিলিপ মরিস এর নতুন ব্রান্ড বাজারজাতকরণ!!

আইন আছে, আইনের প্রয়োগ নেই। সম্প্রতি ফিলিপ মরিস আইন ভেঙ্গে " BOND STREET" নামে একটি নতুন ব্রান্ডের প্রচার- প্রচারণা চালাচ্ছে। ঢাকাসহ সারা দেশে "BOND STREET" প্যাকেট সুসজ্জিত সিগারেটের ডালা ও লিফলেট বিতরণ করছে কোম্পানিটি। "SKY TRACKER” নামে একটি এজেন্সির মাধ্যমে সম্প্রতি একটি হোটেলে ৪ দিন ব্যাপী বিক্রয়কর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে আকর্ষনীয় ভাতা, BOND STREET আদলে তৈরি টি-শার্ট ও হ্যান্ডব্যাগ প্রদান করা হয়েছে। বিক্রয়কর্মীরা এখন দলবদ্ধভাবে বিক্রেতা ও ধূমপায়ীদের উৎসাহিত করছে। ৫টি খালি প্যাকেট জমা দিলে ১প্যাকেট সিগারেট ফ্রি এবং প্যাকেটের গায়ে প্রলুব্ধকরণ বাক্য "Less Smell Technology" লেখা রয়েছে। প্রতিটি BOND STREET মাত্র ৮ টাকা লেখা সম্বলিত পোষ্টার লাগানো হচ্ছে জনসমাগম স্থানে। এভাবে আইন লঙ্ঘন করে তামাক বাজারজাতকরণ অব্যাহত থাকলে সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।