Sun Sun Sun Sun
E-newsletter: January 2017
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

উইনস্টোন সিগারেট বাজারজাতকরণে অভিনব বিজ্ঞাপন-কৌশল

সম্প্রতি উইনস্টোন সিগারেট বাজারজাতকরণে অভিনব প্রচার প্রচারণা চালাচ্ছে কোম্পানির পক্ষ থেকে। অনুসন্ধানে দেখা গেছে,‘উইনস্টোন’ সিগারেট প্যাকেটের আদলে তৈরি টি-শার্ট পরিহিত তরুণরাক্রেতা আকৃষ্টকরণের নানা প্রচেষ্টাসহ ব্রান্ড প্রমোশনের জন্য দুই প্যাকেট উইনস্টোন সিগারেটের সাথে স্বচ্ছ ছবি তোলার জন্যদুটি মোবাইল লেন্স উপহার হিসেবে প্রদান করছে। পাশাপাশি উপস্থিত সকলকে এক শলাকা উনস্টোন সিগারেট ফ্রি দিয়ে তাদের নাম, মোবাইল নম্বর, বয়স এবং স্বাক্ষর সংগ্রহ করছে। মূলত: অল্পবয়সী তরুণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণেই এই কৌশল হাতে নিয়েছে কোম্পানিটি। উল্লেখ্য, আইন অনুযায়ী এধরনের প্রচারণার জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান আছে। আইন বাস্তবায়নের মাধ্যমে এধরনের আগ্রাসী বাজারজাতকরণ কার্যক্রম এখনি বন্ধ করতে হবে।