Sun Sun Sun Sun
E-newsletter: May 2020
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

POS মেশিন নিয়ে হোম ডেলিভারি!

ই-সিগারেট সামগ্রী আর কার্ড পেমেন্ট সুবিধা নিয়ে POS মেশিনসহ বাসায় পৌঁছে যাবে ডেলিভারিম্যান। করোনা মহামারীর মধ্যে মৃত্যুবিপণন চালিয়ে যেতে এমনই আগ্রাসী কৌশল বেছে নিয়েছে বিক্রেতারা। ফেসবুক পেইজের মাধ্যমে এসব নিয়ে চলছে জোর প্রচার কার্যক্রম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই-সিগারেট এবং ভ্যাপিং করোনা সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করলেও সরকার এ বিষয়ে চরম উদাসীনতার পরিচয় দিয়ে আসছে। তাই চলমান মহামারীতে জনস্বাস্থ্য সুরক্ষায় অতিসত্ত্বর এ ধরনের প্রচার বন্ধ করতে হবে।