Tobacco Industry Influence, Accountability & CSR
'Tobacco markets' occupy school premises
The ground of Saptibari High School in Aditmari upazila under Lalmonirhat district remains virtually off limits to students as unscrupulous people are using it for selling tobacco. The callous act, disturbing classes and posing health hazards for students and teachers, is likely to continue for three months.
বছরে এক লাখ মণ কাঠ পুড়ছে খাগড়াছড়ির তামাকচুল্লিতে
খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো তামাকচুল্লি গড়ে উঠছে। এসব চুল্লি তৈরি ও তামাক শুকানোর কাজে প্রতিবছর অন্তত এক লাখ মণ কাঠ পোড়ানো হচ্ছে। তামাকচুল্লি নিয়ন্ত্রণবিষয়ক কোনো আইন না থাকায় এসব চুল্লি তৈরি ও কাঠ পোড়ানোর কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
তামাক কোম্পানির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক আজ
আইন সংশোধনীর ২১ মাস পেরিয়ে গেছে। কিন্তু শুধু বিধিমালা না হওয়ায় আটকে আছে তামাক পণ্যের প্যাকেটে ছবিসহ সতর্কবাণীর বিষয়টি। এ প্রেক্ষাপটে বিধিমালা নিয়ে তামাক কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Illegal tobacco gul factory pollutes environment
A gul (a tobacco dust product) factory is running illegally at remote Mahishkhocha village of Aditmari upazila under the district, polluting the environment there.
বিএটিবির ‘ট্যালেন্ট হ্যান্ট’ বন্ধের দাবি
তরুণ প্রজন্মকে ‘রক্ষায়’ বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড- ২০১৫’ বন্ধের দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা।
তামাক পণ্য আমদানি ও রফতানিতে অর্থ পাচার
তামাক পণ্য আমদানি ও রফতানির আড়ালে অর্থ পাচার হচ্ছে। মিয়ানমার সীমান্ত সংলগ্ন বনে গড়ে ওঠা তামাক শিল্প থেকে পণ্য আমদানির মূল্য পরিশোধ করা হচ্ছে হুন্ডির মাধ্যমে। পাশাপাশি বিদেশীদের বিক্রয় কমিশন দেয়াসহ নানা কৌশলে অর্থ পরিশোধ করছে দেশী প্রতিষ্ঠান। মূলত অর্থ পাচারের কৌশল হিসেবে তা করা হচ্ছে। এরই মধ্যে এ নিয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
অপ্রতিরোধ্য বিএটিবির অবৈধ প্রতিযোগিতা
দেশে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় কোনো ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান নিষিদ্ধ করা হয়েছে। অথচ দেশের শীর্ষ ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো