

Tobacco Cultivation
চাষে নীতিমালা নেই : হুমকিতে খাদ্য নিরাপত্তা
তামাক চাষ নিরুৎসাহিতকরণে রাষ্ট্রীয়ভাবে কোন নীতিমালা নেই। এমনকি নীতামালা তৈরিরও কোন উদ্যোগ নেই। বিচ্ছিন্নভাবে তামাক চাষে ঋণ প্রদান বন্ধে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, ভর্তুকি মূল্যের সার ব্যবহার বন্ধে কৃষি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
গোবিন্দগঞ্জে সুগার মিলের সরকারী জমিতে আখের পরিবর্তে চা�
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর সুগার মিলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের নিজস্ব জমিতে আখের পরিবর্তে এখন ব্যাপক হারে তামাক, ধান, গম, লাউ সহ অন্যান্য ফসল চাষ করা হচ্ছে।
রংপুরে চাষিরা তামাক চাষে উৎসাহিত হয়ে পড়ছে
রংপুরে বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে চাষের আগেই টাকা পেয়ে কৃষকরা এখন তামাক চাষে উৎসাহিত হয়ে পড়ছে। শস্য ভাণ্ডার খ্যাত রংপুরে ধান-আলুসহ অন্যান্য ফসলের ন্যায্য মূল্য না পেয়ে তারা তামাক চাষের দিকে ঝুকছে।
পাহাড়ে তামাক কোম্পানি গুলো শিশু শ্রমকে উৎসাহ দিচ্ছে
পাহাড়ে তামাক কোম্পানি গুলো শিশু শ্রমকে উৎসাহ দিচ্ছে
বাড়ির আঙিনায় তামাকচুল্লি
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম ইউনিয়ন গর্জনিয়া। ইউনিয়নের ২৫ গ্রামে কয়েক বছর ধরেই চলছে তামাক চাষ। বেশির ভাগ বাড়ির আঙিনায় স্থাপন করা হয়েছে তামাক পোড়ানোর চুল্লি।
বিকল্প ফসল চাষের সুযোগ চায় কৃষক তামাক চাষ বন্ধে নীতিমাল
বিকল্প ফসল চাষের সুযোগ চায় কৃষক তামাক চাষ বন্ধে নীতিমালার দাবি সর্বমহলে
তামাকের লোভের বলি কৃষিজমি
বেশি লাভের প্রলোভন, সরকারি তদারকির অভাব, তামাক চাষের ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য ও জ্ঞান না থাকায় খাগড়াছড়ি জেলায় চাষিরা তামাক চাষের দিকে ঝুঁকছে।
উর্বরতা হারাচ্ছে জমি, উজাড় হচ্ছে বন ঝুঁকিতে মাতৃপ্রজনন
তামাক চাষ সম্প্র্রসারণে বহুজাতিক ও দেশি তামাক কোম্পানিগুলো সারা দেশে নানা ধরনের ক‚টকৌশল গ্রহণ করে থাকে। পার্বত্য জেলাগুলোতে কাঠের সুবিধা থাকায় সেখানে তামাক প্রক্রিয়াকরণে চুল্লিতে ব্যবহার করছে মূল্যবান কাঠ।স্থানীয়রা জানালেন, তামাক প্রক্রিয়া করতে যে চুল্লি তৈরি করা হয়েছে তাতে ব্যবহার করা হচ্ছে বান্দরবানের দামি কাঠ। প্রতি বছর হাজার হাজার মন কাঠ পোড়ানো হচ্ছে। জানা গেছে, কোম্পানিগুলো তামাক শুকানোর জন্য বান্দরবান জেলায় ৬ হাজারের ওপরে চুল্লি নির্মাণ করেছে।