

Tobacco Cultivation
৪০ হাজার হেক্টর জমিতে তামাকের আবাদ
তামাক কোম্পানিগুলোর লোভনীয় আশ্বাসের প্রতিবছরই বাড়ছে চাষের ব্যাপকতা। কিন্তু কুষ্টিয়ায় মানা হচ্ছে না তামাক নিয়ন্ত্রণ আইন। এই তামাক চাষের কারণে কুষ্টিয়া জেলায় খাদ্যশস্য ঘাটতির পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
আলীকদমে রবি শষ্যের জমি ছেয়ে যাচ্ছে আগ্রাসী তামাকের করাল
বান্দারবানে আলীকদম পাহাড়ী দুর্গম উপজেলায় কৃষি জমিতে চলছে আগ্রাসী তামাক চাষের মহা সমারোহ। সরকারের ভর্তুকি দেয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার চলে যাচ্ছে টোব্যাকো কোম্পানিগুলোর তামাকের জমিতে। গত দেড় দশকের ও বেশি সময়ের ব্যবধানে উপজেলার প্রায় ৮০ শতাংশ কৃষি জমি দখল করে নিয়েছে পরিবেশ বিধ্বংসী আগ্রাসী তামাক চাষ।
ছয় বছরে দ্বিগুণ জমিতে চাষাবাদ ॥ তামাক চাষে ১৫ জেলায় নীরব �
দেশে নীরবে চলছে তামাক চাষের আগ্রাসন। গত ছয় বছরে তামাক চাষে ব্যবহৃত জমির পরিমাণ বেড়েছে দ্বিগুণ। মাঝারি মানের জমিতেও তামাকের ভাল ফলন হয় না। এজন্য সবচেয়ে উর্বর ফসলী জমি ব্যবহৃত হচ্ছে তামাক চাষে।
লামায় ফসলের জমি ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট হতে যাচ্ছে তামাক
পার্বত্য বান্দরবান লামায় সবুজ পাহাড়ের লীলা ভূমিতে অনেক এলাকায় চাষীরা আবারও তামাক চাষের ঝুকছে ফসলের জমিতে। লামা উপজেলার পৌরসভা ও কয়েকটি ইউনিয়নে শত শত হেক্টর জমিতে এখন তামাকের আগ্রাসনে জন্য জমি প্রস্তুত করা হচ্ছে
প্রতি বছর বাড়ছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষের �
সরকারিভাবে মনিটরিং ব্যবস্থা না থাকায় প্রতি বছর চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষের বি¯ৃÍতি বাড়ছে।
থামছে না কোম্পানির আগ্রাসন : তামাক চাষ বন্ধে কৃষি জমি সুর�
থামছে না কোম্পানির আগ্রাসন : তামাক চাষ বন্ধে কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়নের তাগিদ
কূটকৌশলের কাছে কৃষকের অসহায় আত্মসমর্পণ
• তামাক চাষের দুষ্টচক্র দুই । সব কিছুই বোঝেন, জানেনও অনেক কিছুই, তারপরও কুষ্টিয়ার মিরপুরের আমনা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের কৃষক আলতাফ হোসেন তামাক চাষ করেন।
হুমকির মুখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সাফল্য
• তামাক চাষের দুষ্টচক্র এক । বর্তমান সরকারের দুই মেয়াদ মিলে যত সাফল্য তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। ২০১৩-১৪ অর্থবছরের তথ্য অনুযায়ী উদ্বৃত্ত চালের পরিমাণ ছিল ৭ দশমিক ৬ মিলিয়ন মেট্রিকটন।