Sun Sun Sun Sun
E-newsletter: September 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

বিএটিবি-এর অবৈধ কনসার্ট বন্ধ করা সম্ভব হলেও "ব্যাটল অব মাইন্ড ২০১৪" বন্ধ করা যাবে কিনা তা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ লেখালেখি চলছে। তারুণ্যের অদম্য উচ্ছ্বাস আর কৌতূহলকে পুঁজি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) একের পর এক এধরনের জীবনঘাতী উৎসবের আয়োজন করে চলছে। অতিসম্প্রতি বিএটিবি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আয়োজন করে ছয়দিনব্যাপী জমকালো কনসার্ট। যদিও তামাক বিরোধীদের শক্ত অবস্থানের কারণে মাত্র দুইদিনের মাথায় এ মৃত্যু-উল্লাস বন্ধ করতে বাধ্য হয় তারা। তরুণদের মাঝে কোম্পানির প্রিমিয়াম ব্র্যান্ড বেনসন এন্ড হেজেস-এর একটি নতুন পণ্য প্রচার করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫-এর ৫.১ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন। একইভাবে সম্প্রতি বিএটিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে "ব্যাটল অব মাইন্ড ২০১৪“শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রতিযোগিতার এবছরের স্লোগান, “Are you next in the Legacy of Leaders?”। ইতোমধ্যে রেজিস্ট্রেশনের কাজও শুরু হয়ে গেছে, যা অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত চলবে। কর্মসংস্থানের নামে বিগত ২০০৪ সাল থেকে বিএটিবি বাংলাদেশে এই মৃত্যু বিপণন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। অথচ, বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুসারে বিএটিবি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন ও পৃষ্ঠপোষকতা করতে পারে না। আমরা চাই এই অশুভ প্রতিযোগিতা এখনই বন্ধ করা হোক।
সিএসআর-এর নামেও দেশের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে তামাক কোম্পানির প্রচার প্রচারণা। গত ৭ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার একজন সংসদ সদস্যের বাড়ির সামনে বিএটিবি ধুমধাম করে স্থাপন করেছে তথাকথিত বিশুদ্ধ খাবার পানির প্লান্ট "প্রবাহ”।মৃত্যু-শলাকা বিপণন কৌশলেও তামাক কোম্পানিগুলো দিন দিন নানা বৈচিত্রতা আনছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিড়ি সিগারেটের বিক্রি বাড়াতে ও নতুন ভোক্তা তৈরি করতে বিভিন্ন উপহার সামগ্রীর প্রদান ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে তারা। দোকানে দোকানে চলছে তামাক পণ্যের প্রদর্শনী ও কৌশলী বিজ্ঞাপন। বিশেষ করে ঢাকার চেইন সুপারশপগুলোতে তামাক কোম্পানি নিয়োগকৃত তরুণীরা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ক্রয়ে উদ্বুদ্ধ করছে তরুণদের।

তামাক কোম্পানির এসব আগ্রাসী কার্যক্রমকে প্রতিহত করতে তামাকবিরোধী সংশ্লিষ্ট সকলকে সোচ্চার ও আন্তরিক হতে হবে। সকলকে একযোগে কাজ করতে হবে। কারণ, জনস্বাস্থ্য সবার উপরে।