![]() |
||||
E-newsletter: September 2018 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-১ফিলিপ মরিসের নতুন ফাঁদ!
সম্প্রতি ফিলিপ মরিস মার্লবোরো সিগারেটের প্রচারণায় নতুন কৌশল হাতে নিয়েছে। বিশেষত তরুণ ক্রেতাদের আকৃষ্ট করতে ‘পৃথিবীর সেরা ৫% তামাক দিয়ে তৈরি’ এমন বার্তা সম্বলিত সুদৃশ্য লিফলেটের মাধ্যমে ব্রান্ড প্রমোশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বহুজাতিক তামাক কোম্পানিটি। উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার” অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ। প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান রয়েছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাকপণ্যের এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে। |
||||
![]() |