Sun Sun Sun Sun
E-newsletter: August 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

সরকারি সুবিধায় তামাক চাষ সম্প্রসারণ

কৃষি বিষয়ক আইপিএম ক্লাবের প্রশিক্ষণপ্রাপ্ত চাষীদের দিয়ে তামাকচাষ বাড়াচ্ছে তামাক কোম্পানিগুলো। সম্প্রতি দৈনিক যুগান্তর-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে প্রশিক্ষিত প্রায় ২ লক্ষ কৃষক বর্তমানে তাদের প্রশিক্ষণের দক্ষতা তামাক চাষে ব্যবহার করছে। উল্লেখ্য, আইপিএম ক্লাবের শুরুর দিকে তামাক কোম্পানি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একসাথে কাজ করত এবং বর্তমানেও এই অধিদপ্তরের উপর তামাক কোম্পানিগুলোর পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে ধারণা করা হয়। তামাকচাষ রোধে কোন নীতিমালা না থাকায় বিগত কয়েক দশকে অরক্ষিত কৃষকদের ব্যবহার করে তামাক কোম্পানিগুলো আগ্রাসীভাবে তামাকচাষ বাড়িয়ে চলেছে। এবং সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগ এই সম্প্রসারণকে আরও ত্বরান্বিত করে চলেছে। ফলে সারা দেশে এই বিষাক্ত ফসলের আবাদ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গোটা অর্থনীতি বিশেষ করে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, বনজসম্পদ, পরিবেশ- প্রতিবেশ, মাটির স্বাস্থ্য প্রভৃতি পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তামাকচাষ নিরুৎসাহিতকরণ সংক্রান্ত একটি ধারা সংযোজিত হলেও নীতিমালার অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, আইনের ১২নং ধারায় বলা হয়েছে “তামাকজাত দ্রব্য উৎপাদন ও উহার ব্যবহার ক্রমাগত নিরুৎসাহিত করিবার জন্য উদ্বুদ্ধ, এবং তামাকজাত সামগ্রীর শিল্প স্থাপন, তামাক জাতীয় ফসল উৎপাদন ও চাষ নিরুৎসাহিত করিবার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করিতে পারিবে”।