![]() |
||||
E-newsletter: December 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-২হয়ে গেলো বিএটিবি'র "ব্যাটল অব মাইন্ড ২০১৪" গ্র্যান্ড ফিনালে
দেশের শীর্ষ ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর অবৈধ প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড ২০১৪’ এর গ্র্যান্ড ফিনালে গত ৮ ডিসেম্বর ঢাকার হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়ে গেলো। প্রতিযোগিতার অংশ হিসেবে গত কয়েক মাস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে রোডশো করেছে বিএটিবি। অথচ, দেশে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্র্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুসারে তামাক কোম্পানি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন ও পৃষ্ঠপোষকতা প্রদান করতে পারে না। তরুণ প্রজন্ম রক্ষার্থে তামাক বিরোধীরা এধরনের অবৈধ অনুষ্ঠান বন্ধ করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি প্রদান করে। এমনকি দেশের গণমাধ্যমে এটি বন্ধের তাগিদ দিয়ে খবরও প্রকাশিত হয় তারপরও শেষ পর্যন্ত এটি বন্ধ করা সম্ভবপর হয়নি। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে ব্যাটল অব মাইন্ড ২০১৪’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিএটিবি। এ বছর তাদের স্লোগান ছিল ‘আর ইউ নেক্সট ইন দ্যা লিগ্যাসি অব লিডার্স?’ প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের সময় প্রাথমিকভাবে ১৫ অক্টোবর থাকলেও পরবর্তীতে তা ৩০ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়। বিএটিবি কর্মসংস্থানের নামে ২০০৪ সাল থেকে দেশে এই মৃত্যু বিপণন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তামাকবিরোধীদের দাবি, আগামী বছর থেকে কোম্পানিটি যাতে এ ধরনের প্রতিযোগিতা আর আয়োজন না করতে পারে সে বিষয়ে যেন এখনই পদক্ষেপ নেয় সরকার। |
||||
![]() |