Sun Sun Sun Sun
E-newsletter: October 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

বাংলাদেশে তামাক চাষের ক্রমবর্ধমান বিস্তার খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তামাক কোম্পানি অত্যন্ত ঠান্ডা মাথায় ক্রমশ গোটা জাতিকে একইসাথে খাদ্য-ঘাটতি ও তামাক-মহামারির দিকে ঠেলে দিচ্ছে। নীতিনির্ধারকমহল, সুশীলসমাজ এমনকি সরকারের সংশিষ্ট প্রায় সব মহলই আসন্ন এই ভয়বহতা সর্ম্পকে কমবেশি অবগত থাকলেও সমস্যা সমাধানে তেমন কোন অগ্রগতি হচ্ছে না। তামাকবিরোধীরাও থেমে নেই। তামাকের ক্ষয়-ক্ষতি তুলে ধরে তারা বছরব্যাপী বাস্তবায়ন করছে নানা কর্মকাণ্ড। সম্প্রতি বিশ্ব খাদ্য দিবস (১৬ অক্টোবর) ঘিরে তামাকবিরোধী সংগঠনগুলো তামাক কোম্পানির আগ্রাসন রুখতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। এসব কর্মসূচির মাধ্যমে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন এবং কৃষকদের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করার প্রতি জোর দাবী জানানো হয়। উল্লেখ্য, ২০১৩-২০১৪ মৌসুমে দেশে ১ লক্ষ ৮ হাজার হেক্টর কৃষি জমিতে তামাক চাষ হয়, যা বিগত ২০১০-১১ সালের তুলনায় দ্বিগুণ। এই হারে তামাক চাষ বৃদ্ধি অব্যাহত থাকলে, অতি অল্প সময়ে দেশ খাদ্য সংকটে পড়তে বাধ্য।
একইভাবে তামাক-মহামারি তরান্বিত করতে তামাক কোম্পানিগুলো সিএসআর কর্মসূচি ও কর্মসংস্থান প্রদানের নামে দেশের তরুণ সমাজকে প্রভাবিত ও নীতি-প্রণেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে সম্প্রতি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কো.’র নতুন পণ্য ‘ফাইনকাট’ বাজারজাতকরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য কনসার্ট আয়োজন ও তরুণ কর্মী নির্বাচনের নামে ‘ব্যাটল অব মাইন্ড’ কর্মসূচি পরিচালনা উল্লেখযোগ্য। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিনার আয়োজন করার নামেও তামাক কোম্পানিগুলো তরুণ মেধাবীদের মৃত্যুবিপণনে আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে দঃখজনক হলেও সত্য এতসব অপকর্ম সত্ত্বেও তামাক কোম্পানিগুলো বরং পুরস্কৃত হচ্ছে। গত ১৮ অক্টোবর মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিই) সিএসআর কার্যক্রমের জন্য বিএটিবি-কে পুরস্কৃত করে এবং জাতীয় গণমাধ্যমে তা ফলাও করে প্রচার করা হয়।
অন্যদিকে তামাক কোম্পানির হস্তক্ষেপের কারণে ২০ মাস পেরিয়ে গেলেও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) আলোকে নীতিমালা প্রণয়নের বিষয়টি আলোর মুখ দেখছে না। তামাক কোম্পানির মৃত্যুবিপণন থাবা থেকে জনস্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এখন সময়ের দাবী। আসুন, তামাক কোম্পানির মৃত্যবিপণন কৌশল উন্মোচন করে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়নে সহায়তা করি।