![]() |
||||
E-newsletter: October 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-১পুরস্কার নয়, বিএটিবি-কে সেরা মৃত্যুবিপণনকারী হিসেবে তিরস্কার করুন
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর শতবর্ষপূর্তি উপলক্ষে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে মৃত্যুপণ্য বিপণনকারী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)কে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীতে অবদানের জন্য পুরস্কৃত করে। দেশের বিভিন্ন স্থানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, সৌরবিদ্যুৎ সুবিধা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালনার জন্য এ পদক দেয়ার বিষয়টি দেশের বেশ কয়টি অনলাইন/খবরের কাগজে ফলাও করে প্রচার করা হয়। বাস্তবতা হলো, বিএটিবি’র এসব কার্যক্রম পরিচালিত হয় মূলত. মুনাফা অর্জনের লক্ষে। বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নামে বিএটিবি যেসব পানির প্লান্ট স্থাপন করেছে তা সাধারণ মানুষের জন্য নয় বরং কোম্পানির স্বার্থ হাসিলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের বাড়ি/ ডিসি অফিসের সামনে সেসব স্থাপন করা হয়েছে। সৌরবিদ্যুৎ সুবিধাও পায় কতিপয় তালিকাভুক্ত তামাকচাষী। এছাড়া, তামাকপাতা পুড়িয়ে বনজসম্পদ ধ্বংসের মত অপকর্ম ধামাচাপা দিতে বনায়নের নামে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালায় তারা। বন উজাড়ে এসব চ্যাম্পিয়নরা আবার পুরস্কারও পায় বনায়নের জন্য! |
||||
![]() |