![]() |
||||
E-newsletter: October 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-২বিএটিবি’র মৃত্যুবিপণন ফাঁদে তারুণ্য
তারুণ্যের অদম্য উচ্ছ্বাস আর কৌতূহলকে পুঁজি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) একের পর এক জীবনঘাতী উৎসবের আয়োজন করে চলছে। সম্প্রতি বিএটিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৪’ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রতিযোগিতার এবছরের স্লোগান, “Are you next in the Legacy of the Leaders?”। রেজিস্ট্রেশনের ২দফা সময়সীমা ৩০ অক্টোবর শেষ হয়েছে। তবে সময়সীমা আর বাড়ানো হবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। কর্মসংস্থানের নামে বিগত ২০০৪ সাল থেকে বিএটিবি বাংলাদেশে এই মৃত্যু বিপণন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। অথচ, বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুসারে বিএটিবি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন ও পৃষ্ঠপোষকতা করতে পারে না। আমরা চাই এই অশুভ প্রতিযোগিতা এখনই বন্ধ করা হোক। |
||||
![]() |