![]() |
||||
E-newsletter: March 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-১বন উজাড় করে চলছে কাঠ মজুদ, চুল্লিতে তামাকপাতা পোড়ানোর অপেক্ষাআসছে তামাক পাতা পোড়ানোর মৌসুম। তামাক কোম্পানিগুলো বন উজাড় করে জ্বালানী কাঠ মজুদ করছে তামাক চুল্লির পাশে। কয়েকদিন পরেই তামাকক্ষেত থেকে পাতা তোলা শুরু হবে। মজুদকৃত জ্বালানী কাঠ ব্যবহার করে তামাক পাতা পোড়ানো হবে পাশের চুিল্লতে, সেই প্রস্তুতিই নেওয়া হচ্ছে। একইসাথে সামাজিক দায়বদ্ধতার নামে চলছে বৃক্ষরোপণের প্রহসন। হাস্যকরভাবে এ প্রহসনের স্বীকৃতিস্বরূপ বছরের পর বছর পরিবেশ পদকও আদায় করছে তামাক কোম্পানিগুলো। (ছবি: ইনসেটে) এভাবেই তামাক কোম্পানিগুলো ধ্বংস করছে আমাদের বন, কৃষি, মাটির উর্বরতা, পরিবেশ-প্রতিবেশ, অর্থনীতি এবং সর্বোপরি আমাদের জনস্বাস্থ্য। আসুন তামাকচাষে তামাক কোম্পানির আগ্রাসী ভূমিকা রুখতে তৎপর হই। |
||||
![]() |