![]() |
||||
E-newsletter: March 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-২ব্ল্যাক সিগারেট বাজারজাতকরণে অভিনব বিজ্ঞাপন-কৌশলরাজধানী ঢাকা শহরের অলিগলিতে ভ্রাম্যমাণ বিলবোর্ড-এ চলছে ব্ল্যাক সিগারেটের বিজ্ঞাপন ও প্রচারণার কাজ। পর্যবেক্ষণে দেখা গেছে কোম্পানির বিক্রয় প্রতিনিধি বাই-সাইকেলের পিছনে ব্ল্যাক সিগারেটের প্যাকেট সদৃশ বড় আকারের প্যাকেট ঝুলিয়ে বিজ্ঞাপন প্রচারণার কাজ করছে। দোকানে দোকানে বাই-সাইকেল দাঁড় করিয়ে ব্ল্যাক সিগারেট বিক্রি করার চেষ্টা করছেন। উৎসুক মানুষ বাই-সাইকেলের পিছনে ঝুলানো ব্ল্যাক সিগারেটের বড় প্যাকেটের দিকে তাকিয়ে আছেন। অথচ ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) ২০১৩ অনুযায়ী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত যে বিধান আছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে - (১) কোন ব্যক্তি - (ক) প্রিণ্ট বা ইলেক্ট্রিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোন বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ড বা অন্য কোন ভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না; (খ) তামাকজাত দ্রব্য ক্রয়ে প্রলুব্ধকরণের উদ্দেশ্যে, উহার কোন নমুনা, বিনামূল্যে বা স্বল্পমূল্যে, জনসাধারণকে প্রদান বা প্রদানের প্রস্তাব করিবেন না বা করাইবেন না। কোন ব্যক্তি উক্ত ধারার বিধান লঙ্ঘন করলে তিনি অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদ- বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হইবে এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডনীয় হইবেন। আইনের সঠিক বাস্তবায়নেই এই ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব। |
||||
![]() |