![]() |
||||
E-newsletter : May 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-১বাজেটের আগে তামাক কোম্পানি ও এনবিআর এর গোপন বৈঠক!
বাজেটকে কেন্দ্র করে নানা রকম অপকৌশল অবলম্বন করে তামাক কোম্পানিগুলো। সিগারেটের উপর শুল্ক কমানো ও বাজেটে বিশেষ সুবিধা পেতে এবারে ‘সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে গোপন বৈঠক করেছে। মূলত তামাকজাত দ্রব্যে সরকার যাতে কার্যকর কর ধার্য করতে না পারে সে লক্ষ্যেই তারা এই প্রচেষ্টা চালিয়েছে। অথচ ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ টোব্যাকো কন্ট্রোল চুক্তি অনুসারে সরকারের কোন প্রতিনিধি তামাক কোম্পানির সাথে বৈঠক করতে পারে না। উল্লেখ্য, আত্মা’ র একদল সাংবাদিক গোপনসূত্রে খবর পেয়ে অন্যান্য সাংবাদিক বন্ধুদের সহযোগে এনবিআর ও তামাক কোম্পানির এই গোপন বৈঠক ফাঁস করে দেয়। |
||||
![]() |