![]() |
||||
E-newsletter: July 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-২তামাক কোম্পানির সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবিড় সম্পর্ক
গত ২৪-২৬ জুন কৃষি সম্প্রসারণ অধিদপÍর এর উদ্যোগে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে পালিত হল ৩ দিন ব্যাপী কৃষি মেলা। নার্সারি মালিকদের পাশাপাশি কিছু নামিদামি তামাক কোম্পানিকেও আমন্ত্রণ জানানো হয় এই কৃষি মেলায়। মজার ব্যাপার, তামাক কোম্পানিগুলো শুধু অংশগ্রহণ করেনি, জিতে নিয়েছে পুরস্কারও। স্থানীয়দের মতে, তামাক কোম্পানির প্রচারণার জন্যই এধরনের কৃষি মেলার আয়োজন করা হয়েছে। অথচ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০১৩ এর ১২নং অনুচ্ছেদে তামাক চাষ নিরুৎসাহিত করার কথা স্পষ্ট উল্লেখ আছে। উল্লেখ্য, তামাক কোম্পানিগুলোর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাবরই একটি সুসম্পর্ক রয়েছে। সরকারি প্রতিষ্ঠান হয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তামাক কোম্পানিকে পুরস্কৃত করার মাধ্যমে দেশে তামাকের প্রচার ও বিস্তারে সহযোগিতা করছে, যা কোনো ভাবেই কাম্য নয়।
|
||||
![]() |