Sun Sun Sun Sun
E-newsletter: April 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের সর্বত্রই তামাক পণ্যের কৌশলী বিজ্ঞাপন ও প্রচারণা আশঙ্কাজনকভাবে বাড়ছে। জাভা ব্ল্যাক সিগারেট বাজারজাতকরণে এখন ব্যবহার করা হচ্ছে তরুণদের। শহর ও গ্রামাঞ্চলের দোকানে দোকানে তরুণরা জাভা ব্র্যান্ডের সিগারেট বিপণন করছে। কোম্পানির লোগো সম্বলিত টি-শার্ট, ব্যাগ ও পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চলছে মৃত্যুবিপণন। একই সাথে জাভা ব্ল্যাক প্যাকেটের আদলে তৈরি সুদৃশ্য বক্স গলায় ঝুলিয়ে হকাররা করছে সিগারেট বিক্রি ও প্রচারণা। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে তামাক পণ্যের এধরনের প্রচারণা ও বিপণন কৌশল বন্ধ করতে হবে।

তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের বিভিন্ন ধাপে শিশুশ্রমের ব্যবহারও থেমে নেই। ঝুঁকিপূর্ণ এসব কাজে কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তারা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। গ্রামের সাধারণ মানুষের দারিদ্র্যকে পুঁজি করে নামমাত্র মজুরিতে শিশুশ্রম কিনে নিচ্ছে তামাক কোম্পানিগুলো। প্রচলিত শিশু অধিকার আইনের যথাযথ ব্যহারের মাধ্যমে এসব শ্রম নিষিদ্ধ ও একইসাথে এ ধরনের কাজ ক্রমশ নিরুৎসাহিত করার জন্য কার্যকর নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

সম্প্রতি ঢাকা টোব্যাকো কোম্পানির কর্তা ব্যক্তিরা হেলিকপ্টার সফরের মাধ্যমে লালমনিহাট জেলার তামাক চাষীদের মধ্যে সাড়া ফেলেছে। স্থানীয় চাষীদের তামাকচাষে উৎসাহিত করাই ছিলো এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। উল্লেখ্য বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনে তামাক জাতীয় ফসল উৎপাদন ও চাষ নিরুৎসাহিত করণের লক্ষ্যে একটি ধারা সংযোজন করা হয়েছে। তবে বিধি প্রণয়নের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। বিধি প্রণয়নের সময় কোম্পানির এজাতীয় প্রনোদনামূলক কাজ নিষিদ্ধের বিধান রাখতে হবে। এছাড়া তামাক পাতা পোড়ানোর মৌসুম হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য চুল্লিতে পুড়ছে লক্ষ লক্ষ টন কাঠ। উজাড় হচ্ছে বনভূমি। একইসাথে তামাক কোম্পানিগুলো সামাজিক দায়বদ্ধতার মুখোসে বৃক্ষরোপণের নামে অর্জন করছে বিভিন্ন পুরস্কার। সম্প্রতি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবি) ‘Asia Responsible Entrepreneurship Award (AREA)-2014 on Green Leadership’ অর্জন তার প্রমাণ। অন্যায় ঢাকতে তথা নীতি-নির্ধারণীমহল ও জনগণের মধ্যে পজেটিভ ইমেজ তৈরির জন্যই এসব আয়োজন। তামাক কোম্পানির এধরনের ভন্ডামি আরও বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে।