Sun Sun Sun Sun
E-newsletter: April 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-২

জাভা ব্ল্যাক সগিারটে কোম্পানরি মৃত্যুবপিণন ফাঁদে এবার তরুণ সমাজ!

তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে কোম্পানির লোগো সম্বলিত টি-শার্ট, স্মার্ট হাত ব্যাগ আর গলায় কোম্পানির পরিচয় পত্র ঝুলিয়ে এভাবেই চলছে ব্ল্যাক সিগারেটের প্রচারণা।হাত ব্যাগে অল্প সংখ্যক প্যাকেট নিয়ে দোকানে দোকানে ঘুরে বেড়ালেও, বেশি পরিমাণ সরবরাহ করার মতো স্টকও থাকে তাদের পিঠে ঝোলানো ব্যাগে।উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত ঢাকার বিভিন্ন স্থানে জাভা ব্ল্যাক সিগারেটের বহুমুখী বিপণন শুরু হয়েছে।হকারদের মাঝে সুদৃশ্য সিগারেটের বাক্স সরবরাহ, সাইকেলের পেছনে সিগারেটের মোড়কের আদলে ও রংয়ে তৈরি বড় বক্সে করে সিগারেটের প্রচার ও বিক্রি প্রভৃতি।এসবের পাশাপাশি বর্তমানে শুরু হয়েছে অলিগলির পান-সিগারেটের দোকান, স্টেশনারি ও মুদি দোকানগুলোতে বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে ব্ল্যাক সিগারেট বিপণনের কাজ।এ কাজে সাধারণত লাগানো হচ্ছে তরুণদের।