![]() |
||||
E-newsletter: April 2014 | ||||
![]() |
||||
মৃত্যু বিপণন-১স্কুল মাঠে তামাকের হাট
লালমনিরহাট জেলার ১৩টি স্কুল মাঠে তামাক কোম্পানির সুবিধাভোগী এজেন্ট /প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিবছর বসছে তামাকের হাট। বছরের এপ্রিল থেকে জুন মাসে সপ্তাহের দুইদিন স্কুল প্রাঙ্গণে বসে এই হাট। হাটের দিনগুলোয় তামাকের তীব্র গন্ধে শিক্ষার্থীদের খেলাধূলা, চলাফেরা, এসেম্বলি কার্যক্রম এবং পড়াশোনার অসুবিধা হয়। উল্লেখ্য,বছরের পর বছর কোম্পানির এজেন্টরা স্কুল প্রাঙ্গণে তামাক বেচাকেনার হাট বসিয়ে আসছে। স্থানীয় সাংবাদিকদের বক্তব্য, অভিভাবকদের অভিযোগ সত্ত্বেও স্কুল ও স্থানীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। জেলা প্রশাসককে এই বিষয়ে অবহিত করা হলেও কোন বিহিত পাচ্ছে না এলাকাবাসি। |
||||
![]() |